প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৫:২৯ পি.এম
চারঘাট-বাঘায় ধানের শীষে চাঁদের মনোনয়ন, তৃণমূলের উল্লাস
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার রাজধানীর গুলশানস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার খবর প্রকাশ হতেই চারঘাট-বাঘার বিভিন্ন এলাকায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। প্রিয় নেতা মনোনয়ন পাওয়ায় ব্যাপক উচ্ছ্বাসিত হয়েছেন তারা।
তৃণমুল নেতাকর্মীরা বলছেন, “চাঁদ আমাদের এলাকার একজন শক্তিশালী নেতা। দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের জন্য মানুষ তাঁকে হৃদয় দিয়ে মানে। তাঁর মনোনয়ন আমাদের জন্য গর্বের বিষয়।”
মনোনয়ন ঘোষণার পর থেকেই চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আবু সাঈদ চাঁদকে শুভেচ্ছা জানাতে ছুটে যাচ্ছেন। কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ ব্যানার-পোস্টার হাতে তাঁর বাসায় গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের ঢল।
আবু সাঈদ চাঁদ বলেন, “আমি দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে। জীবনের বড় অংশ জেলখানায় কাটিয়েছি। তবু মানুষ ও মাটির কাছ থেকে দূরে সরানো যায়নি। আমার রাজনৈতিক যাত্রা থেমে যায়নি, যদিও এই সময়ে আমি মা ও স্ত্রীকে হারিয়েছি। তবে আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “মনোনয়ন পাওয়ার পর আমি সকলকে আহ্বান জানাই—সব ভেদাভেদ ভুলে এক হয়ে, ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমাদের লক্ষ্য একটিই, চারঘাট-বাঘার মানুষের উন্নয়ন ও কল্যাণ।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চাঁদের দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা এবং স্থানীয় মানুষের সঙ্গে তাঁর দৃঢ় সংযোগ তাঁকে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে চাঁদের সমর্থকরা এখন নির্বাচনী প্রচারণা ত্বরান্বিত করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও তরুণ নেতারা আশাবাদী, একতাবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষ বিজয়ী হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.