
পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে দুইটি অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ সোহান কবির(২৪), পিতা মতিয়ার রহমান, বাঘইল পশ্চিমপাড়া নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা -খ -সার্কেলের একটি টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা -খ সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম জানান, মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তা কে অবহিত করে একটি টিম পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকার বাঘইল গ্রামে সোহান কবিরের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষ থেকে আট চেম্বার বিশিষ্ট ১ টি বিদেশী রিভলবার, ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল,গুলি, ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সোহান কবিরকে আটক করেন। আটকৃত সোহান কবিরকে অস্ত্রগুলি, মাদকদ্রব্য সহ ঈশ্বরদী থানাতে হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
ঈশ্বরদি প্রতিবেদক 



















