
পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর করা হয়েছে। রবিবার ( ২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানের নিকট এসব অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি ঈশ্বরদী এলাকায় বেশ কয়েকটি সর্প দংশনের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সংকট দেখা দেওয়ায় উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার বিশেষ উদ্যোগে গ্রহন করে এসব অ্যান্টিভেনম সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন সাপে কাটা কোনো রোগী পাবনা অথবা রাজশাহী মেডিকেলে না যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।
ঈশ্বরদি প্রতিবেদক 

















