
জয়পুরহাটের আক্কেলপুরে আদিবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা ও জয়পুরহাট ২ (কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি।
আজ সোমবার সকালে আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী পুরুষ ও মহিলাদের সাথে মত বিনিময় করেন। আদিবাসী পরিবার পরিজনদের খোঁজ খবর নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি।
মতবিনিময় সভায় প্রকৌশলী আমিনুর ইসলাম বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। জাতি ধর্মবর্ণ সকলের আমরা বাংলাদেশী।
আমি আপনাদের সুখে দুখে পাশে থাকবো। আপনাদের জীবন যাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। আপনারাও দেশের নাগরিক, আপনাদেরও সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আপনাদের নায্য অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সিআইপি আরো বলেন, আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, জমির মালিকানা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় পাশে থাকবেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতা ও সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
আক্কেলপুর প্রতিবেদক 



















