
এক অভূতপূর্ব রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন আটঘরিয়া উপজেলার সরাবারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের। কর্মজীবন শেষে অবসরে যাওয়ার প্রাক্কালে এমন বিরল বিদায় সংবর্ধনা খুব কম মানুষের ভাগ্যে জোটে। সুসজ্জিত দুই ঘোড়ার গাড়িতে বসিয়ে প্রাক্তন ছাত্রদের গার্ড অব অনার দিয়ে কর্মস্থলে এনে সহস্রাধিক মানুষের সম্মিলনে সম্মানিত করে একটি মোটরসাইকেল উপহার দেয়া হয় ঐ শিক্ষককে। এ বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে এলাকায় প্রশংসায় ভাসছেন বিদায়ী শিক্ষক। উদ্যোক্তা ছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, সহকর্মীবৃন্দ, অভিভাবক মন্ডলী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রশংসা মূলক আলোচনার মধ্যে দিয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সরাবারিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই আব্দুল কাদের এখানে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মজীবন অতিবাহিত করায় তিনি হয়ে উঠেন সবার প্রিয় মুখ ও ব্যক্তিত্ব, এ কারণে গত ১ নভেম্বর তাকে অভূতপূর্ব রাজকীয় বিদায় সংবর্ধনা জানানো হয়। শিক্ষকতা জীবনে তার অসংখ্য ছাত্র-ছাত্রী এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে অনেকেই উচ্চ শিক্ষা নিয়ে অনেক কর্মক্ষেত্রে বর্তমানে বড় বড় পদে চাকরি করছেন, আছে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরে কর্মরত। তার এই বিদায় বেলায় সেসব প্রাক্তন ছাত্র-ছাত্রী ঐদিন একত্রিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় এই বিদায় সংবর্ধনা আয়োজন করে।
বিদায়ী শিক্ষক আব্দুল কাদেরের বাড়ি আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নে সারুািটয়া গ্রামে। ঐদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাকে গার্ড অফ অনার দিয়ে বর্ণিল সাজে সজ্জিত দুই ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় কর্মস্থলে নিয়ে আসেন এবং সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সহস্রাধিক মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে ও আলোচনা সভার মাধ্যমে প্রশংসায় ভাসিয়ে দেন। শিক্ষককে বিদায় কালে একটি মোটরসাইকেল উপহার দেয়া হয়। যাতে চড়ে তিনি বাড়ি যান। এই শিক্ষক ছিলেন ছাত্র-ছাত্রীদের ও এলাকার অত্যন্ত প্রিয়ভাজন যা সাধারণত দেখা যায় না। কোন চাকরিজীবী অবসরে গেলে এমন বিদায়অ সংবর্ধনা বিরল ঘটনা ও অনুপ্রেরণামূলক। এমন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।
আটঘরিয়া (পাবনা) প্রতিবেদক 



















