
পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন বিরোধী আন্দোলনকারী ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে নেসকোর নির্বাহী প্রকৌশলীর মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদী বাজারে স্টেশন রোডে ১ নম্বর গেটের সামনে সড়কের নেমে এসে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনতা । এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেসকোকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার( ২ নভেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের স্টেশন রোডের বাজারের এক নম্বর গেটে অনুষ্ঠিত প্রিপেড মিটার প্রতিস্থাপন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এই আল্টিমেটাম দেয়। এর আগে গত (২৯ অক্টোবর ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। এর পরদিন (৩০ অক্টোবর ) প্রকৌশলীকে হেনস্তা, নেসকো অফিস ভাঙচুর ও ক্ষতির অভিযোগে নেসকোর নির্বাহী প্রকৌশলী ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলমকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে নেসকোর পক্ষ থেকে কলেজ শিক্ষক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান সহ ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা হওয়ায় ক্ষুব্ধ হয়ে ঈশ্বরদীর বিদ্যুৎ গ্রাহকেরা এর প্রতিবাদ জানাতে রবিবার (২ নভেম্বর ) আবারও গ্রাহক সমাবেশ ও মানববন্ধন করা হয়। আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেয়।
কর্মসূচি থেকে আগামী তিনদিনের মধ্যে ঈশ্বরদী নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে প্রত্যাহার, প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ ঘোষণা এবং ঈশ্বরদীসহ পুরো উত্তোরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দাতা নেসকোর মিটার রিডার কর্মচারী নজরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।
মামলা প্রত্যাহার ও প্রিপেড মিটার প্রতিস্থাপন বন্ধ ও নেসকোর মিটার রিডার নজরুল ইসলামকে গ্রেফতারের দাবিতে আজ রবিবারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক সভাপতি এস এম রাজা, সাংবাদিক মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, ঈশ্বরদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা আতাউর রহমান পাতাসহ প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক: 



















