
সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২০২৫ পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়। এই দিবসে এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) মো. মেহোদী ইমাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান। উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জামাতে ইসলামি সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মুনতাকিম, সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 



















