
ইসকন নিষিদ্ধ ও আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে হত্যার হুমকীর প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার দুপুরে (৩১অক্টোবর) জেলা শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে এই মানবন্ধন অনুষ্ঠিত হয় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ নীলফামারী সাংগঠনিক জেলার উদ্যোগে।
এতে সভাপতিত্ব করেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ।
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের জেলা সভাপতি মুহাম্মদ রশিদুল ইসলাম ও অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, ইসকন একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। আহলে হাদীছের আমীর স্যারকে হত্যার হুমকিসহ অসংখ্য দেশ বরেণ্য আলেম ওলামাদের হুমকি ও নির্যাতন করেছে এই ইসকন। এই কর্মসুচি থেকে আমরা ইসকনকে নিষিদ্ধ দাবী করছি।
নীলফামারী প্রতিবেদক 



















