প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ১০:১০ পি.এম
নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখতে পারছে না – শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখতে পারছে না। এনসিপির দাবির মুখে শাপলা থেকে কলি শাপলা দিতে বাধ্য হল। সেই এনসিপি ভোটের সময় জোর করে নির্বাচন আসনগুলোতে জিততে যাবে, তখন নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের একটি হোটেলে নীলফামারী জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়ে সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের নির্বাচন হবে কিনা, কবে নির্বাচন হবে- তা নিয়ে সংশয় রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, জাতীয় পার্টিকে সুষ্ঠু ভাবে এ নির্বাচন করতে দেবে কিনা, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা- এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তবে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার এ দেশ চালাতে পারবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারকে দেখাতে হবে তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। তখন জাতীয় পার্টি ভাববে নির্বাচনে যাবে কিনা।
শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এ সরকার সংস্কার করার চেষ্টা করেছে। কিন্তু সংস্কারের দলগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। বর্তমান সরকার ও জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারে ঐক্যমত সৃষ্টি না করে দেশকে আজ তিন ভাগে করেছে। শুধু ’হ্যাঁ’ এবং ’না’ দুই ভাগে ভাগ হয়নি, যাদেরকে ডাকা হয়নি অর্থাৎ বঞ্চিতদের একটি ভাগে ভাগ করেছে।
তিনি বলেন, ২০০৮ সালের ভোটের হিসেব অনুযায়ী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মিলে ৪৬ থেকে ৫৬ শতাংশ ভোট রয়েছে। এ দুটি দলকে বাদ দিয়ে সংস্কার করা হলে বাংলাদেশের সংস্কার হবে না, কিছু অংশের সংস্কার হবে।
পার্টির মহাসচিব আরো বলেন, অস্বীকার করার কোন উপায় নেই যে ১৪, ২৮ ও ২৪ দেশে কোন স্বাভাবিক সরকার ছিল না। কোন স্বাভাবিক ভোট হয়নি। এখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল বাধ্য হয়ে, কখনো অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দলটাকে টিকিয়ে রেখেছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় পার্টি এভাবে হলের ভেতরে আর কোন সভা করবে না। বিভিন্ন দাবিতে বড় পরিসরে মাঠে ময়দানে সভার আয়োজন করবে। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে আগামীতে ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.