ঈশ্বরদীতে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদেরকে আবারও গণতন্ত্রের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে আরেকটা সংগ্রাম আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমন মন্তব্য করেছেন স্মরণ সভার প্রধান অতিথি সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জসিম মন্ডলের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে "তোমার সংগ্রামী জীবন আমাদের প্রেরণা যোগায়" স্মরণ সভা' অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ২৮ লাখ কোটি টাকা ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সব কিছুতে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশটাকে ধ্বংস করেছে। কমিউনিস্ট পার্টি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছর আমরা আন্দোলন করেছি, রাজপথে থেকেছি। আমরা জোরালো ভাবে আন্দোলনে থাকলে একটা অবস্থানে থাকতাম।
আপনার এখানে অনেকে আছেন ঘোষণা পত্রে বলা হয়েছিল সামাজিক ন্যায়বিচার এই কথা কি কখনো আপনার আগে শুনেছেন। বঙ্গবন্ধুর জন্য দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতার জন্য সকলে যুদ্ধ করেছে।
মাওলানা ভাসানীকে সবাই চিনেন । কিন্তু ইতিহাস দেখেন বঙ্গবন্ধুকে কিছু কথা বলতে চেয়েছিল, উনি তাজউদ্দিন সাহেবের কথা শুনেন নাই। তিনি মোস্তাকের কথা শুনেছিলেন । এই মোস্তাকই তার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। আমরা এখন একটা সংগ্রামে আছি আমরা লড়াই করছি।
রাজনৈতিক দল সংগঠন সমস্ত পেশাজীবী সংগঠন সামাজিক সাংস্কৃতি সংগঠন আদিবাসী দলিত চা শ্রমিক হরিজন থেকে আরম্ভ করে যারা সুফিবাদে বিশ্বাস করে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক দল আমরা গড়ে তুলতে চাই। সংবিধান নিয়ে প্রশ্ন এতো বড় বড় কথা হয়, সংবিধানে কোথাও আমার শ্রমিকদের ন্যায্য অর্জনের কথা আসে না নির্ধারণ করা হয় না। এগুলো কি আমাদের মেনে চলতে হবে। আমরা এই প্রেক্ষাপট বিবেচনায় আমরা মনে করি কমিউনিস্ট পার্টি যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি বাহাত্তরের চার মূলনীতি আমাদের সংবিধান করার এইগুলাকে বাদ দিয়ে যদি কোন কিছু করার চেষ্টা করা হয় আমারা মেনে নিব না।
সিপিবির ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি কমরেড গোলজার হোসেনের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জুয়েল হোসেন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির পাবনা জেলা কমিটির সভাপতি ডা. অলোক মজুমদার, সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব ও সিপিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। স্বরণ সভার আয়োজন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটি।