
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি বলেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা ও অগ্রগতি।
পোস্টে তারেক রহমান আরো বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যেকোন একটিকে বেছে নিতে না হয়।
ক্ষমতায় গেলে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। সরকারি অফিসে ধাপে ধাপে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শিশু পরিচর্যার ব্যবস্থা থাকবে যেসব প্রতিষ্ঠানের নিয়োগকর্তার জন্য কর সুবিধা ও সিএসআর ক্রেডিট দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 
























