
সুদানের সামরিক বাহিনীর প্রধান দেশটির পশ্চিমাঞ্চলে সর্বশেষ ঘাঁটি এল-ফাশের থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেই দেশটির আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ শহরটির নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে।
এল-ফাশের নর্দার্ন দারফুর রাজ্যের রাজধানী। এটি খার্তুম থেকে প্রায় আটশ কিলোমিটার এবং সাউথ দারফুরের রাজধানী নায়ালা থেকে ১৯৫ কিলোমিটার দূরে।
জাতিসংঘ সেখানে নৃশংসতার খবরে সতর্ক করে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পথ করে দেওয়ার আহবান জানিয়েছে।
আরএসএফ অবশ্য বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটি এখন দেশটির সব রাজ্যের রাজধানী নিয়ন্ত্রণ করছে। কিছু জায়গায় তারা বিকল্প প্রশাসন চালু করেছে।
সুদানের গৃহযুদ্ধের ইতিহাসে এল-ফাশের শহরের পতনকে বড় টার্নিং পয়েন্ট বলে বিবেচনা করা হচ্ছে। ২০২৩ সালে এই গৃহযুদ্ধ শুরু হয়েছে।
এল-ফাশের থেকে এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, বহু মানুষ সেখানে আহত হয়ে আটকা পড়ে আছে।
দেশজেুড়ে সামরিক বাহিনী ও আরএসএফ এর মধ্যে এই সংঘাতে দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
Reporter Name 





















