
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ জারি করা পরিপত্রে বলেছে, বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
একই সাথে তাদের স্কুলের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কিংবা এমপিওভুক্ত কলেজ বা স্কুলে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেতে হলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজে প্রভাষক হিসেবে এমপিও ভুক্ত পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আর প্রভাষক হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক 


















