নওগাঁর পোরশা থানা পুলিশ এক অজ্ঞাত যুবতীর (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামের পাশর্^বর্তী খাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, স্থানীয়রা মরদেহটি খাড়ির পানিতে ভাঁসতে দেখে থানা পুলিশে খবর দেয়। মরদেহের পরনে খয়েরি রঙ্গের বোরখা ছিল। ৮/১০ দিন আগে কেউ তাকে হত্যা করে মরদেহ খাড়ির পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কপালির মোড় নামক স্থানে মাটিবাহী দ্রুতগতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। একই দিনে দুই অস্বাভাবিক মৃত্যুতে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।