
নীলফামারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি যানবাহনের কাছ থেকে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে (২৯অক্টোবর) নীলফামারী-ডোমার সড়কের বাইপাস মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি যানবাহনের কাছ থেকে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।
বলেন, অভিযানকালে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় যানবাহন চালকদের কাছে।
নীলফামারী প্রতিবেদক 



















