
নগরীর বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে থানার এক্সেস রোডের বগার বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। নগরীর তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। নিহত যুবক যুবদলের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরে এমদাদুল হক বাদশা ও বোরহানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। টানানো একটি ব্যানার খুলে ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
সাজ্জাদের বড় ভাই মো. ইমরান বলেন, ‘আমার ভাই বাসায় ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয়। পরে শুনি সে মেডিকেলে মারা গেছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।
ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত সাজ্জাদের পরিবার খুনিদের বিচার দাবি করেছে।
চট্টগ্রাম ব্যুরো 



















