প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৬:০৫ পি.এম
সৈয়দপুর রেলকারখানা পরিদর্শন করলেন এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টরসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কারখানাটির আধুনিকায়ন ও সৈয়দপুরে নতুন একটি ক্যারেজ কারখানা স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলকে সহযোগিতা করেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন।
দুপুরের দিকে প্রতিনিধি দলটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌছান। এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ান জিংগোকে ফুল দিয়ে বরণ করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। প্রতিনিধি দলে আরও ছিলেন এডিবির কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন এসপি কোরা, এনার্জি রেগুলেশন বোর্ডের অতিরিক্ত সচিব এস এম জাকারিয়া হক, অ্যাসোসোসিয়েট প্রজেক্ট অফিসার (এনার্জি) মশিউর রহমান, সিনিয়র অপারেশন অ্যাসিস্ট্যান্ট নাশিয়াত আল সাফওয়ানা চৌধুরী, অপারেশন অ্যাসিস্ট্যান্ট দিপা হেমব্রোমসহ ২০ জন প্রতিনিধি। এসময় উপস্থিত ছিলেন কর্ম ব্যবস্থাপক (ডাব্লিউএম) মমতাজুল হকসহ অন্যান্য কর্মকর্তাগন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ভিতরে প্রস্তাবিত একটি নতুন কোচ কারখানার জায়গা পরিদর্শন করে প্রতিনিধি দলটি।
এ নিয়ে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন এডিবির আর্থিক সহায়তায় সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন ও নতুন একটি কোচ কারখানা স্থাপনে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই হয়েছে। এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি এরই ধারাবাহিকতায় সরেজমিনে কারখানাটি দেখতে আসেন। প্রতিনিধি দলটি পাশের দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাও (কেলোকা) পরিদর্শন করেছেন। আমরা আশাবাদী শিগগিরি সৈয়দপুর ও পার্বতীপুরে নতুন দুটি রেলওয়ে কারখানা নির্মাণ শুরু হবে। এর ফলে রেল সেবা আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহম্মদ ও কেলোকার প্রধান নির্বাহী সাইফুল ইসলাম উভয় কারখানার প্রসংগে প্রতিনিধি দলের সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। আশা করছি দ্রুততম সময়ে প্রস্তাবিত ৪ হাজার ২০০ কোটি টাকা অর্থ বরাদ্দ পাওয়া যাবে। এতে কারখানার সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.