
নীলফামারী- ৪ আসনের সৈয়দপুর – কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই ভিসা প্রতারককে আটক করেছেন নীলফামারীর গোয়েন্দা পুলিশ। ২৭ অক্টোবর রাতে কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল ডাঙ্গারহাট ও সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জ নয়নখাল ডাঙ্গারহাট এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম(২১) ও সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭) ।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আকতার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে নীলফামারীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জহুল ইসলাম সৈয়দপুর, নীলফামারী থেকে 


















