প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১০:১২ পি.এম
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট ছাত্রের মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ট্রাক্টরটি

নওগাঁর ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পোরশার কপালির মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
[caption id="attachment_10852" align="aligncenter" width="300"]
চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিল।[/caption]
নিহতের শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান হাবিব(১১)। তিনি নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদ ওরফে সামেদ (চাক্কু) এর ছেলে ও নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের পাঠ শেষে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু হাবিবের মর্মান্তিক মৃত্যু হয়।
শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে ট্রাক্টরটি পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নিলেও সেটি পুড়ে নষ্ট হয়ে গেছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান জানান, আমি নওগাঁয় অবস্থান করায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিস্তারিত বলতে পারছি না। তবে বিষয়টি ফোনে শুনেছি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.