
২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে পুরোপুরি চালু হয়েছে মেট্রোরেল সেবা। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গতকাল রোববার দুপুরে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের একটি পিলারের রাবারের বিয়ারিং প্যাড খুলে একজন নিহত হওয়ার পরে পুরোপুরি চলাচল বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরে বিকেল তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়।
এদিকে, মেট্রোরেল পুরোপুরি চালু না হাওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী। আজ সকালেও বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষেরা উত্তরা থেকে বা বিভিন্ন স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত আসার পরে সেখানে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন।
তারা বলছেন, মেট্রো যাতে দ্রুত পুরোপুরি চালু করা হয় এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 


















