প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৭:০৩ পি.এম
মেট্রোরেল ও ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ বিষয়ে হাইকোর্টে রিট
ঢাকায় মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাই এবং রক্ষণাবেক্ষণ নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জনস্বার্থে এই রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এই রিটে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান নিশ্চিতকরন, মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণে অবহেলা এবং অবহেলার ক্ষেত্রে কোন দুর্ঘটনা হয়েছে কি না? সে সব প্রশ্নে রুল চাওয়া হয়েছে।
গতকাল রাজধানীর মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে এই রিটে গতকাল (২৬ অক্টোবর) রাজধানীর মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনায় কোন অবহেলা আছে কি না? সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।
পরিবহন ও সেতু সচিব, ঢাকা ম্যাসট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ), ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে রিটে বিবাদী করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.