বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা তৃণমুলে ছড়িয়ে দিতে গণসংযোগ কর্মসূচি করেছেন বিএনপি নেতা কর্মীরা।
শনিবার বিকেলে (২৫অক্টোবর) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ৩১দফার লিফলেট বিতরণ করা হয় পথচারী, যানবাহন চালক ও ব্যবসা প্রতিষ্ঠানে।
এতে নেতৃত্ব দেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ, পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক শাহ, ল²ীচাপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেন নেতা কর্মীরা।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা উপস্থাপন করেছেন। এই ৩১দফার মধ্যে রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে।
বলেন, আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক না কেন ধানের শীষে ভোট এবং ৩১দফা ছড়িয়ে দিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আমরা তৃণমুলে কাজ করছি।