
বিজিবি-বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বিএসফ।
আজ( ২৫ অক্টোবর শনিবার) বেলা দুপুরে ভারতের গেদে ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জয়নগর সীমান্তের জিরোপয়েন্টে এক পতাকা বৈঠকে মাধ্যমে বাংলাদেশীদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক লেঃকঃ মোহাম্মদ নাজমুল হাসান।
তিনি জানান, নিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী ৩১ নারী,শিশু ও পুরুষকে বিএসএফ হস্তান্তর করতে চাইলে তাদের সকল তথ্য যাচাই-বাছাই শেষে শনিবার ২৫ অক্টোবর দুপুরে
উভয় দেশের সীমান্ত রক্ষীর পতাকা বৈঠকের মাদধ্যমে বিএসএফ ৩১ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে এসব নাগরিকদেরকে তাদের স্ব স্ব ঠিকানায় ফেরৎ পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিবেদক 


















