
দীর্ঘদিন পর ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সদ্য নবগঠিত ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ উপজেলা সাহাপুরে নিজ বাড়িতে দেখা করতে গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদেরকে মিষ্টিমুখ করান।
এ সময় হাবিবুর রহমান হাবিব বলেন, দেশ রক্ষায় ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে এবং যাচাই বাছাই করে পদ পদবী দেয়া হয়েছে। একটি কমিটিতে সকলকে নেওয়া সম্ভব না। কেউ কেউ এমনিতেই বাদ পড়ে যায়। কমিটি থেকে বাদপাড়া দু-একজনের মন খারাপ হতেই পারে। তোমাদের নেতৃত্বে আগামী এক মাসের মধ্যে সকলের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুন্দর কমিটি উপহার দিবে। ছাত্রদলের কেউ মাদক সেবক এবং বিক্রির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাবিব আরও বলেন, দেশে এখন কান্তি কাল চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন হবে। বিএনপির সকল নেতাকর্মী রাগ অনুরাগ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
একটি কুচক্রী মহল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তারা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ভুল তথ্য দিচ্ছে, ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে। আমরা সবাইকে আহ্বান জানাই এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ইসলাম শান্তির ধর্ম, মিথ্যা প্রচারকারীরা ইসলামের শত্রু।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, বিএনপি নেতা আবু বক্কর, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন স্বপন ও বরকত আলীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।
আলমাস আলী, ঈশ্বরদী প্রতিবেদক 



















