প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৪:২৭ পি.এম
একটু সহায়তায় হাটতে পারবে চারঘাটের মুসা — দরিদ্র বাবার আকুতি

রাজশাহীর চারঘাট উপজেলার চক ঝিকরা জাগিরপাড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের তরুণ মো. মুসা (পিতা: মো. শহীদ) পায়ের মারাত্মক সংক্রমণে ভুগছেন। মাঠে কৃষিকাজ করার সময় তার পায়ে ইনফেকশন দেখা দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জটিল অবস্থায় পৌঁছেছে।
বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগে ভর্তি থেকে থেরাপি নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন—
যদি সময়মতো সঠিক চিকিৎসা ও থেরাপি চালানো যায়, তাহলে তার পা বাঁচতে পারে এবং সে আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। অন্যথায় পা কেটে ফেলতে হতে পারে।
চিকিৎসার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, যা নিম্নআয়ের কৃষক পরিবারের পক্ষে যোগ করা সম্ভব হচ্ছে না। তাই পরিবারটি সমাজের সকল দয়ালু মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
মুসার বাবা মো. শহীদ আবেগভরে বলেন, “আমার ছেলে সংসার চালাতো, এখন সে নিজেই হাঁটতে পারে না। ডাক্তাররা বলেছেন দ্রুত চিকিৎসা হলে পা বাঁচবে। আমরা গরিব, এত টাকা কোথায় পাবো? সবাই যদি একটু সাহায্য ও দোয়া করেন, আল্লাহর রহমতে সে আবার হাঁটবে।”
সহযোগিতা পাঠানোর মোবাইল: ০১৭৭৩৩৩৫২২৮
বিকাশ / নগদ — একই নম্বর।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.