প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:৩৬ পি.এম
সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-ফারুক একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কামাল ইকবাল ফারুকি, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আখতারুল ইসলাম প্রমুখ।
মরহুমা জাহানা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সে সাথে নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
মোঃ জহুরুল ইসলাম খোকন
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.