প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:৩৯ পি.এম
রংপুরে যাত্রীবাহি বাস চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।
গতকাল বুধবার সকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দিয়ে সড়কের পাশে থাকা দোকানের সামনে থাকা পিলারে আটকে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোতালেব হোসেন মারা যান।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও বাস জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে।
#
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.