
রাজধানী ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈশ্বরদী সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ চত্ত্বর থেকে এ মশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। তা না আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন এর নেতৃত্বে এ মশাল মিছিলে সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান,আয়নাল হোসেন, ছাত্রদল নেতা আলামীন হোসেন, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ছাত্রনেতা জিয়াউল ইসলাম জিয়া, ছাত্রনেতা খালিদ বিন পার্থিব, মেরিদুল ইসলামসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করাতেন।
আলমাস আলী, ঈশ্বরদী প্রতিবেদক 


















