
সোনারগাঁয়ে মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে মিমাংসার চাপ দেওয়ার অভিযোগ এস আই শরিফুলের বি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে মিমাংসার চাপ দেওয়ার অভিযোগ এস আই শরিফুলের বিরুদ্ধে।
উপজেলার সনমান্দী ইউনিয়নের বাগবাড়ি এলাকার ঝর্ণা বেগম বাদী হয়ে
শনিবার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল নারায়ণগঞ্জ বরাবর দায়ের করা অভিযোগে উল্লেখ করেন,
প্রধান উপদেষ্টার নাম ভাঙ্গিয়ে ঘর ও গাভী দেওয়ার নাম করে প্রতারণা করে মৎসকর্মকর্তার অফিস সহায়ক মাহবুবুল আলম সুমন শতাধিক দরিদ্র নারী পুরুষদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। ভুক্তভোগীদের এমন অভিযোগে সিনিয়র জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ নওশের আলীকে সভাপতি করে তদন্ত টিম গঠনের মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে মৎস অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আহম্মেদ স্বাক্ষরিত আদেশে সুমনকে সাময়িক বরখাস্থ করেন।
এ আদেশের কপি ভুক্তভোগীদের দিয়ে মামলা করতে বলেন উপজেলা মৎস কর্মকর্তা। পরে ঝর্ণা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পান এস আই শরিফুল। দায়িত্ব পেয়ে বাদী ঝর্ণাকে ডেকে এনে বিবাদীর পক্ষ নিয়ে ভয়ভীতি দেখিয়ে মিমাংসার জন্য চাপ দেয়।
এ ব্যপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
Reporter Name 


















