প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৩:১৯ এ.এম
শাহজালাল বিমানবিমান বন্দরে অগ্নিকান্ড সৈয়দপুরে থেকে ৬টি বিমান ছেড়ে যায়নি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগিানকান্ডের ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান রত ৬টি বিমান ছেড়ে যায়নি। শনিবার বিকেল (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবস্থা চলে। প্রয়োজনে রাত ৯টার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিপাতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়।
এর আগে বিকেল ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রা সৈয়দপুর বিকেল ৩টায় বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এয়ার অ্যাস্ট্রার ২টি, নভোএয়ারের ২টি ও ইউএস বাংলার দুটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় যেতে পারেনি।
সৈয়দপুর বিমানববন্দর ব্যবস্থাপক একে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, রাত ৯টা পর্যন্ত সময় বাড়তে পারে। এ অবস্থায় ৬টি বিমানের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। ঢাকার ক্লিয়ারেন্স না পেলে এখান থেকে বিমান ছেড়ে যাবে না বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.