
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার।
তবে, সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রোববার বিকেলে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করে শিক্ষকরা।
এসময় মিছিল নিয়ে শিক্ষকরা হাইকোর্ট মাজার এলাকায় আসলে সেখানে তাদের আটকে দেয় পুলিশ।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী পহেলা নভেম্বর থেকে মূল বেতনের পাঁচ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা হবে দুই হাজার টাকা।
এ আদেশে বলা হয়েছে, “বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনও বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধি-নিষেধ অবশ্যই পালন করতে হবে। এছাড়া, ভবিষ্যতে যদি ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে, তবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে”।
আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় অগ্রগতি হয়েছে। আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন”।
Reporter Name 
























