ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদেশে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি Logo নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ Logo কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান Logo আগামীকাল থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা Logo বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে আ,লীগ ও  জাতীয় পার্টি–নুরুল হক নুর Logo শীতের আগমনে কুয়াশার চাদরে ঢাকা  সৈয়দপুর শহর Logo পাবনা ৪ আসনে বিএনপি’র হাবিবকে সমর্থন করেও বিপক্ষে গেলেন মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু Logo গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব Logo ড. ইউনূসকে শব্দ চয়নে সতর্ক থাকার আহ্বান ভারতের Logo সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

বাংলাদেশের বড় জয়*

ঘরের মাঠে ফিরতেই ওয়ানডেতেও যেন চেনা রুপে ফিরল বাংলাদেশ। রিশাদ হোসেনের লেগ স্পিনের জাদুতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারাল তারা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৫১ রান করা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায়।

ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের চতুর্থ বোলার তিনি।

এর আগে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নিউ জিল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনও নিয়েছিলেন ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট পান মোস্তাফিজুর রহমান।

অথচ রান তাড়ায় শুরুটা দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজ।

১২তম ওভারে আক্রমণে এসেই এই জুটি ভাঙেন রিশাদ। এলবিডব্লিউ হয়ে ফেরেন ৩৬ বলে ২৭ রান করা আথানেজ।

এরপর দ্বিতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন কিং ও কেসি কার্টি। ২০তম ওভারে ২৮ রানের এই জুটিও ভাঙেন রিশাদ। এরপর ১৩ রানের মধ্যে কিং, শেরফান রাদারফোর্ড ও রস্টোন চেজকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তরুণ লেগ স্পিনার।

বিশ্বের মাত্র দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে কোনো ইনিংসে প্রথম ৫ উইকেট নিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার। গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে প্রথম ৬ উইকেট একাই নিয়েছিলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।

ক্যারিবিয়ানদের পক্ষে ৬০ বলে সর্বোচ্চ ৪৪ রান করে ফেরেন কিং। এরপর উইকেট শিকারের উৎসবে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের ১০০ হতেই গুদাকেশ মোতিকে আউট করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে থাকা শাই হোপকে কট বিহাইন্ড করেন তানভির ইসলাম। বাকি কাজ সারতে একদমই সমস্যা হয়নি। নতুন স্পেলে ফিরে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

আর ৩৯তম ওভারের শেষ বলে খ্যারি পিয়েরেকে আউট করে ৬ উইকেট পূর্ণ করেন রিশাদ।

এর আগে ম্যাচের প্রথমভাগে ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার খ্যারি পিয়েরে ও চেজ করেন দুর্দান্ত বোলিং, পান বড় বড় টার্নের দেখা। নতুন বলে পেসারদের বাউন্সও ছিল চোখে পড়ার মতো।

সব মিলিয়ে ২৯৮ বলের মধ্যে ১৮৩টিই ডট খেলেছে বাংলাদেশ। অর্থাৎ ৩০ ওভারের বেশি বলে কোনো রান করতে পারেনি তারা। দলকে দুইশ পার করানোর কারিগর তাওহিদ হৃদয় ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১২২ বলে ৭১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও হৃদয়।

৬৩ বলে ৩২ রান করে আউট হন শান্ত। এরপর অঙ্কনকে নিয়ে এগিয়ে যান হৃদয়। ৩০ ওভারে পূর্ণ হয় দলের একশ রান।

ক্যারিয়ারের ১১তম ফিফটি করে আর টিকতে পারেননি মিডল-অর্ডার ব্যাটার। ৯০ বলে ৫১ রান করে কট বিহাইন্ড হন হৃদয়।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন অঙ্কন। চেজের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ১৭ রান করা মিরাজ। চেজের পরের ওভারে বোল্ড হন ৭৬ বলে ৪৬ রান করা অভিষিক্ত মিডল-অর্ডার ব্যাটার অঙ্কন।

ইনিংসের ৪৮তম ওভারে প্রথম ছক্কা মারেন রিশাদ। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৬ রান। এছাড়া ৪ বলে ৯ রান করে দলকে দুইশ পার করান তানভির ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেডেন সিলস। তবু খরুচে বোলিং করেন তিনি। খ্যারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রানে নেন ১ উইকেট। রস্টোন চেজের শিকার ৩০ রানে ২ উইকেট।

একই মাঠে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, অঙ্কন ৪৬, মিরাজ ১৭, সোহান ৯, রিশাদ ২৬, তানভির ৯*, তাসকিন ০, মোস্তাফিজ ১; সিলস ৭-০-৪৮-৩, শেফার্ড ৭.৪-১-৩১-১, পিয়েরে ১০-২-১৯-১, চেজ ১০-০-৩০-২, মোতি ১০-০-৪৪-০, গ্রিভস ৫-০-৩২-২)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯ ওভারে ১৩৩ (কিং ৪৪, আথানেজ ২৭, কার্টি ৯, হোপ ১৫, রাদারফোর্ড ০, চেজ ৬, মোতি ৩, গ্রিভস ১২, শেফার্ড ১, পিয়েরে ৭*, সিলস ৩; তাসকিন ২-১-১০-০, তানভির ১০-১-৪৬-১, মোস্তাফিজ ৫-০-১৬-২, মিরাজ ১০-৩-১৬-১, রিশাদ ৯-০-৩৫-৬, সাইফ ৩-০-৭-০)

ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারাদেশে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

বাংলাদেশের বড় জয়*

Update Time : ১০:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ঘরের মাঠে ফিরতেই ওয়ানডেতেও যেন চেনা রুপে ফিরল বাংলাদেশ। রিশাদ হোসেনের লেগ স্পিনের জাদুতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারাল তারা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৫১ রান করা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায়।

ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের চতুর্থ বোলার তিনি।

এর আগে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। নিউ জিল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনও নিয়েছিলেন ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট পান মোস্তাফিজুর রহমান।

অথচ রান তাড়ায় শুরুটা দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজ।

১২তম ওভারে আক্রমণে এসেই এই জুটি ভাঙেন রিশাদ। এলবিডব্লিউ হয়ে ফেরেন ৩৬ বলে ২৭ রান করা আথানেজ।

এরপর দ্বিতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন কিং ও কেসি কার্টি। ২০তম ওভারে ২৮ রানের এই জুটিও ভাঙেন রিশাদ। এরপর ১৩ রানের মধ্যে কিং, শেরফান রাদারফোর্ড ও রস্টোন চেজকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তরুণ লেগ স্পিনার।

বিশ্বের মাত্র দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে কোনো ইনিংসে প্রথম ৫ উইকেট নিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার। গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে প্রথম ৬ উইকেট একাই নিয়েছিলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।

ক্যারিবিয়ানদের পক্ষে ৬০ বলে সর্বোচ্চ ৪৪ রান করে ফেরেন কিং। এরপর উইকেট শিকারের উৎসবে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের ১০০ হতেই গুদাকেশ মোতিকে আউট করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে থাকা শাই হোপকে কট বিহাইন্ড করেন তানভির ইসলাম। বাকি কাজ সারতে একদমই সমস্যা হয়নি। নতুন স্পেলে ফিরে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

আর ৩৯তম ওভারের শেষ বলে খ্যারি পিয়েরেকে আউট করে ৬ উইকেট পূর্ণ করেন রিশাদ।

এর আগে ম্যাচের প্রথমভাগে ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার খ্যারি পিয়েরে ও চেজ করেন দুর্দান্ত বোলিং, পান বড় বড় টার্নের দেখা। নতুন বলে পেসারদের বাউন্সও ছিল চোখে পড়ার মতো।

সব মিলিয়ে ২৯৮ বলের মধ্যে ১৮৩টিই ডট খেলেছে বাংলাদেশ। অর্থাৎ ৩০ ওভারের বেশি বলে কোনো রান করতে পারেনি তারা। দলকে দুইশ পার করানোর কারিগর তাওহিদ হৃদয় ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১২২ বলে ৭১ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও হৃদয়।

৬৩ বলে ৩২ রান করে আউট হন শান্ত। এরপর অঙ্কনকে নিয়ে এগিয়ে যান হৃদয়। ৩০ ওভারে পূর্ণ হয় দলের একশ রান।

ক্যারিয়ারের ১১তম ফিফটি করে আর টিকতে পারেননি মিডল-অর্ডার ব্যাটার। ৯০ বলে ৫১ রান করে কট বিহাইন্ড হন হৃদয়।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন অঙ্কন। চেজের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ১৭ রান করা মিরাজ। চেজের পরের ওভারে বোল্ড হন ৭৬ বলে ৪৬ রান করা অভিষিক্ত মিডল-অর্ডার ব্যাটার অঙ্কন।

ইনিংসের ৪৮তম ওভারে প্রথম ছক্কা মারেন রিশাদ। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৬ রান। এছাড়া ৪ বলে ৯ রান করে দলকে দুইশ পার করান তানভির ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেডেন সিলস। তবু খরুচে বোলিং করেন তিনি। খ্যারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রানে নেন ১ উইকেট। রস্টোন চেজের শিকার ৩০ রানে ২ উইকেট।

একই মাঠে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, অঙ্কন ৪৬, মিরাজ ১৭, সোহান ৯, রিশাদ ২৬, তানভির ৯*, তাসকিন ০, মোস্তাফিজ ১; সিলস ৭-০-৪৮-৩, শেফার্ড ৭.৪-১-৩১-১, পিয়েরে ১০-২-১৯-১, চেজ ১০-০-৩০-২, মোতি ১০-০-৪৪-০, গ্রিভস ৫-০-৩২-২)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯ ওভারে ১৩৩ (কিং ৪৪, আথানেজ ২৭, কার্টি ৯, হোপ ১৫, রাদারফোর্ড ০, চেজ ৬, মোতি ৩, গ্রিভস ১২, শেফার্ড ১, পিয়েরে ৭*, সিলস ৩; তাসকিন ২-১-১০-০, তানভির ১০-১-৪৬-১, মোস্তাফিজ ৫-০-১৬-২, মিরাজ ১০-৩-১৬-১, রিশাদ ৯-০-৩৫-৬, সাইফ ৩-০-৭-০)

ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী