
আট ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন, বরং আগুন ছড়িয়ে পড়েছে অন্য তলাগুলোতেও।
গোটা সাততলা ভবনই এখন দাউ দাউ করে জ্বলছে। এ অবস্থায় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুন আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ফলে পাশ্ববর্তী ভবনগুলো থেকেও সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলিয়ে বর্তমানে ২৩টি ইউনিট সেখানে কাজ করছে।
কিন্তু আগুনের তীব্রতা আগের চেয়ে বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
গোটা ভবনে আগুন ছড়িয়ে পড়ায় মাঝে মধ্যেই বিভিন্ন তলায় ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় দূরে নিরাপদ স্থা্ন থেকেই পানি নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, সিইপিজেড কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে যে, আগুন লাগার পরপরই ভবনটিতে কর্মরত সব শ্রমিক-কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে।
বর্তমানে ভবনের ভেতরে আর কেউ নেই। সেজন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম 



















