প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:২৫ পি.এম
সৈয়দপুরে সাংবাদিকের সাথে হেযবুত তওহিদের মতবিনিময়

দেশের চলমান সংকট থেকে জাতীকে রক্ষা করতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিকল্প নেই। তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা করেছেন রংপুর, নীলফামারী ও সৈয়দপুর শাখার হেযবত তওহিদদের নেতা কর্মীরা। ১৬ অক্টোবর বেলা সাড়ে ১২টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নীলফামারী জেলা হেযবুত তওহিদ এর সভাপতি নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের হেযবুত চএর সভাপতি আব্দুল কুদ্দুস সামিম, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানি ইসলাম ও সৈয়দপুর উপজেলা হেযবুত তওহিদ এর সভাপতি ওয়াসিম আলম সহ অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান সমাজ ওরাষ্ট্র ব্যবস্হায় অন্যায়, দুর্নীতি ও মানবিক মুল্যবোধ হীনতায় জর্জরিত। আর এর সমাধান হচ্ছে ইসলামি আদর্শের মধ্যেই। ইসলাম শুধু ব্যক্তিজিবনের দিক নির্দেশনা নয়,রাষ্ট্র পরিচালনার জন্য একটি পুর্নাঙ্গ ব্যবস্হা প্রদান করা। ইসলামের আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরন সম্ভব নয়। তিনি বলেন, আমাদের সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়,এটি একটি চেতনাগত লড়াই। কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তা ধারার বিরুদ্ধে জনগণের ডাক। আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্হা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধান অতিথি আব্দুল কুদ্দুস সামিম বলেন,ব্রিটিশের বিধিবিধান ও সিস্টেমেই দেশ পরিচালিত হচ্ছে। যার ফলে পাল্লা দিয়ে চলছে অন্যায়, অবিচার ও অশান্তি। আল্লাহ পাক এর দেয়া জীবন ব্যবস্হা প্রতিষ্ঠিত হলে নিরাপদ সমাজ গড়ে উঠবে।ওইসময় একজন নারী নির্ভয়ে শত শত মাইল পথ হেটে যেতে পারবে। আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত মামলা আসতো না। রাসুল সাঃ আইয়াহলে জাহেলিয়াতের যুগে আল্লাহ পাক এর আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.