
ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে তারা এক ব্যক্তিকে ঢাকার বংশাল থেকে আটক করেছে, যিনি তার স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, দাম্পত্য কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।
কলাবাগান থানার উদ্ধৃতি দিয়ে পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত ১২ই অক্টোবর রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
“ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহটি বেঁধে বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। এরপর তিনি সব আলামত মুছে ফেলার চেষ্টা করেছেন,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন ঢাকার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তার বর্ণনা অনুযায়ী, পরদিন ওই ব্যক্তি তার দুই মেয়েকে আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের গাড়ি নিয়ে চলে যান।
এ নিয়ে সন্দেহ হওয়ায় হত্যাকাণ্ডের শিকার নারীর ভাই ও দুই কন্যা কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফ্রিজের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করে।
সেদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের ভাই।
পুলিশ বলছে, মামলা হওয়ার পর মঙ্গলবার রাতে ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 



















