প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:০৮ পি.এম
মান্দায় স্ত্রী’র লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী’র আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ১২ নং কাশোপাড়া ইউপি'র জাফরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সাথে ঘটনার দিন বুধবার দুপুর দেড়টার দিকে কাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার স্বামীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল মারা যান।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোসহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.