
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা চান না যে প্রতিরক্ষাবাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক এবং তারা চান প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক।
“রাষ্ট্রকে ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকিতে যেতে চাই না। পতিত স্বৈরাচার ও তাদের দোসর একটি দেশ সুযোগ নিতে বসে থাকবে,” রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
শুক্রবার জুলাই সনদে তারাও স্বাক্ষর করবেন জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর হবে নোট অব ডিসেন্টসহ।
“যেসব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট উল্লেখসহ। সেভাবে হলে গণভোটে একটাই প্রশ্ন হবে জনগণ জুলাই সনদের পক্ষে আছে কি-না। গণভোটের বিষয়ে সংসদ নির্বাচনের একই দিন হতে পারে। ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট আছে- সেগুলো দফাওয়ারি লেখা থাকবে। না হলে সবাই সব বিষয়ে একমত হলে তো আলোচনার দরকার হতো না,” বলেছেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত সরকার পরচালিত হলে যেসব সমস্যা হয় সেটা এখনো হয়েছে।
“১৭ তারিখ ৪টায় জুলাই সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। উনি (প্রধান উপদেষ্টা) আহ্বান জানিয়েছেন যাতে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করি, স্বাক্ষর করি। আমরা রাজি হয়েছি,” বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন সালাহউদ্দিন আহমদ।
নিজস্ব প্রতিবেদক 



















