নীলফামারীতে ডেমক্রেসিওয়াচ এর ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ বুধবার(১৫অক্টোবর) শেষ হয়েছে।
জেলা শহরের ইউএসএস সভাকক্ষে মঙ্গলবার(১৪অক্টোবর) এই প্রশিক্ষণ শুরু হয়। এর উদ্বোধন করেন ইউএসএস’র নির্বাহী পরিচালক ভুবন রায় নিখিল। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক প্লাটফর্মের আহবায়ক আকতার উল আলম রাজু।
দু’দিনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ডেমক্রেসিওয়াচ’র ক্যাপাসিটি বিল্ডিং এন্ড আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ সহায়তায় ছিলেন ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং’ প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার, ইউএসএস’র ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ ও সালমা আক্তার।
‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং’ প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান বলেন, জেন্ডার ধারনা, বৈষম্য নিরসন এবং সমতা অর্জন, নারীর উপর সহিংসতার ধরন, কারণ, প্রভাব ও প্রতিরোধ, বাল্যবিবাহের প্রভাব ও প্রতিরোধে নাগরিকের করণীয়, জিবিভি ডেটা সংগ্রহ, মনিটরিং কৌশল, তথ্য অধিকার আইন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয় করণ, ইউনিয়ন পরিষদ ও সরকারী সেবা সম্পর্কে স্বচ্ছতা, জবাবদিহীতা প্রতিষ্ঠা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করণে ধারণা দেয়া হয়। এতে নাগরিক প্লাটফর্মের ১৫জন অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ড’র আওতায় জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান’র কারিগরী সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর্যান্ড দুতাবাস’র আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।