
পাবনার কাশিনাথপুর ফুলবাগান মোড়ের সামনে খান মার্কেটে অবস্থিত ফুড প্যালেস বিরিয়ানি হাউজে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে। এতে কোন আহতের ঘটনা ঘটেনি।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দ্রু আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার
মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখনো ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিবেদকঃ 



















