বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল ১৩ অক্টোবর ঢাকায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বারীর সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) বিভিন্ন কার্যক্রম সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বিজিএমইএ দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের পরিচালকবৃন্দ জোয়ার্দার মোহাম্মদ হোসনে কামার আলম, মোহাম্মদ সোহেল, এবং বিজিএমইএ’র এনবিআর, বন্ড ও কাস্টমস বিষয়ক কমিটির উপদেষ্টা এ. এম. মাহবুব চৌধুরী।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা বন্দর শুল্ক বৃদ্ধি বন্ধ করা, ফ্রেইট ফরওয়ার্ডারদের মাধ্যমে আরোপিত অননুমোদিত চার্জ (যেমন এনওসি ফি) বন্ধ, পণ্য ওঠানামার সময় কমানো, এবং বন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলোকে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও, চট্টগ্রাম বন্দর ও আইসিডি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ প্রতিনিধি দল জানান, এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হলে রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং গার্মেন্টস খাতের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকবে।