
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১ আহত ৩, অনুরুপ ঘটনায় তিন মাসে ৫জন নিহত একাধিক আহত হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জয়নুর (৫০) নামের এক কৃষক নিহত আহত ও ৩ জন গুরতর আহত হয়েছেন। উল্লেখ্য এনিয়ে জেলায় গত কয়েক মাসে জমাজমির বিরোধে ৫ জনের মৃত্যু ও একাধিক ব্যাক্তি জখম হয়েছে।
নিহত জয়নুর একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত জড়ু মন্ডলের ছেলে ও আহতরা হলো নিহতের সহদর খাজা আহমেদ (৫৭) জাহীর আলী ( ৪৮) এবং খাজা আহমেদের ছেলে দিপু (১৫) । আজ মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকালে গোবিন্দহুদা গ্রামের মাঠে এঘটনা ঘটে।
নিহতের স্বজন খোকোন এবং এলাকাবাসী জানায় দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মাসুদ বিল্লাহ মন্টু ও নুরুল হক পেশকার এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে মাসুদ বিল্লা মন্টু ও নুরুল হক পেশকারের লোকজন নিজ নিজ জমিতে কাজ করার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ বিল্লাহ মন্টু গ্রুফের গোবিন্দহুদা গ্রামের মৃত জড়ু মন্ডলের ছেলে জয়নুর (৫৫) , খাজা আহমেদ (৫৭), জাহীর ( ৫০) এবং খাজা আহমেদের ছেলে দিপু ( ১৬) গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জয়নুরকে (৫০) মৃত ঘোষণা করেন। এবং বাকি আহত তিন জন খাজা আহমেদ (৫৭), জাহীর ( ৫০) এবং খাজা আহমেদের ছেলে দিপু ( ১৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি তাদেরকে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র আমার অফিসার ঘটনা স্থলে গেছেন। মামলা হলে আসামিদেরকে আটক করা হবে ।