
কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়এছে, “দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার এ ঘোষণা দেয়, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।”
দেশে অন্য তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হলো: ঢাকার শাহজালাল, সিলেটের ওসমানী এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর।
এদিকে, সরকারের পক্ষ থেকে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করা হলেও সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর বিষয়ে বেসরকারি এয়ারলাইন্সগুলো খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বলে জানা যাচ্ছে।
এক্ষেত্রে তারা আগ্রহ না দেখালেও সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি অক্টোবার মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতামুখী ফ্লাইট চালু করতে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 



















