
পাবনার ঈশ্বরদীতে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার (১৩ই অক্টোবর ২০২৫ খ্রি:) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে পাবনার ঈশ্বরদীতে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পাবনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গৌতম কুমার দেব, প্রকল্প পরিচালক, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকা। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন, সভাপতিত্ব করেন। উপজেলায় ৫০ জন মহিষ খামারী এতে অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ মোঃ জহুরুল ইসলাম বলেন, মহিষের দুধের উন্নত বিপণন ব্যবস্থার জন্য মহিষের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। ভ্যালু এডেড দুগ্ধজাত পণ্য উৎপাদনে মহিষের দুধ একটি চমৎকার উৎস। তিনি খামারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণালব্ধ কারিগরি জ্ঞান অন্যান্য মহিষ খামারীদের মাঝে প্রসার ঘটাতে হবে।
বিশেষ অতিথি ও প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব বলেন মহিষের জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের ফডার চাষ এবং সঠিক প্রজনন ব্যবস্থা মহিষ উৎপাদনে সুফল বয়ে আনতে পারে। তিনি আরও বলেন বিএলআরআই এই প্রকল্পের মাধ্যমে খামারীদের মাঠ পর্যায়ে বিদ্যমান সমস্যাকে চিহ্নিত করে মহিষ উন্নয়নে গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করছে।
মহিষ অনেকদিন অবহেলিত থেকেছে, এবার সময় এসেছে সঠিক উপায়ে প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে মহিষ পালন। সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোছাঃ আকলিমা খাতুন মহিষ খামারীদের উদ্দেশ্যে বলেন,সঠিক সময়ে টিকা দান ও কৃমিনাশক প্রদান মহিষের মৃত্যু হার হ্রাস করে। তিনি উপজেলার মহিষ খামারীদের মহিষ পালনে প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ঈশ্বরদী উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্তকরণ, মহিষের প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, হাতে কলমে সাইলেজ, হে এবং ইউএমএস প্রযুক্তির ব্যবহার, গর্ভবতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমিমুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে করনীয় সম্পর্কে ধারনা লাভ করতে সক্ষম হয়েছেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগ, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মানিক মিয়া।
এর আগে শনিবার (১১ই অক্টোবর) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষণ পাবনার ঈশ্বরদীতে শুরু হয়।
আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা ) প্রতিবেদক 



















