
ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে, সোমবার সকাল নাগাদ হামাসের হাতে জিম্মিরা মুক্তি পেতে শুরু করবে।
২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর তাদের কাছে এখনো ৪৮ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হয়। তাদের পরিবারগুলো অধীর আগ্রহে মুক্তির জন্য অপেক্ষা করছে।
একই সাথে সোমবার গাজায় দুই হাজার আটক ব্যক্তি আর ইসরায়েলি কারাগার থেকে ২৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। সাতজন শীর্ষ বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে হামাস।
এদিকে সোমবার মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি ইসরায়েল ও মিশর সফর করবেন। এছাড়া তার যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে মিশরে একটি শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। যদিও তাদের বাড়িঘর অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়ে রয়েছে।