
বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।
“আজ যে পুলিশি হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই,” রোববার বিকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী৷
“দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে আমাদের কর্মবিরতির যে ঘোষণা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে নিয়ে আসার। আমরা ঘোষণা করতে চাই, আগামীকাল সোমবার থেকে সারা দেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে,” বলেন মি. আজিজী৷
এদিকে, অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
“যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মোনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার,” রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহিত প্রকাশ করে বলেন মি. আবদুল্লাহ।
এর আগে, রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 



















