
আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ।
রোববার ঢাকায় অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
“আমরা দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেব না। সর্বোচ্চ পর্যায়ের নেগোসিয়েশন (দর কষাকষি) চলছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে একটা চুক্তিতে পৌঁছানো যাবে,” বলেন মি. ইউসুফ।
নৌ-টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দিলেও তাতে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন নৌপরিবহন সচিব।
“শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে। সেখানে কোনো সমস্যা না হলে- এখানে সমস্যা হবে কেন?,” বলেন মোহাম্মদ ইউসুফ।
বরং এর ফলে দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে দাবি করেন তিনি।
“এখন একটি জাহাজ একদিনের জন্য ওয়েটিং ফি দেয় ১৫ হাজার ডলার। আমাদের তিন-চার দিনের মতো লাগে একটি জাহাজ বন্দরে ভিড়ে পণ্য খালাস করে চলে যেতে। সেই সময় যদি অর্ধেকে নামিয়ে আনা যায়, তাহলে ব্যবসায়ীদের খরচ কমে যাবে। অযথা ওয়েটিং বিল দিতে হবে না,” বলেন মোহাম্মদ ইউসুফ।
নিজস্ব প্রতিবেদক 


















