
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ প্রাণ করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়াতে পারে পুলিশের প্রাথমিক তথ্যে ৫ মৃত্যু ব্যাক্তিরা নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে অন্যান্য ব্যাক্তিদের পরিচয় ও আরো কেউ মারা গেছে কিনা তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।
যাদের নাম পাওয়া গেছে তারা হলো হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫)শংকর চন্দ্র মাঝের পাড়া নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০) শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার পিতা অজ্ঞাত ছমির উদ্দীন (৫৫) খাজুরা গ্রামের পিতা অজ্ঞাত সেলিম (৩৮) পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী @ কাশেমের ছেলে লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫) মৃত ব্যাক্তিরার সবাই পেশায় দিন মজুর ও লেবারের কাজ করতো।
গতকাল ১১ অক্টোবর ও আজ ১২ অক্টোবর রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব মৃত্যু ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিশাক্ত চুলায় মদ প্রাণ করে। এতে করে গতকাল ১১ অক্টোবর পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে আজ রাতে ৩ জন ব্যাক্তি মদ্যপ্রাণে অসুস্থ্য হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসা নিতে এসে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে অজ্ঞাত ১ জন সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিনি আরো জানান, এঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
এঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু ব্যাক্তিদের ৪ জনের দাফন হয়েছে ও দুজনের মরদেহ ময়মাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিবেদক 


















