প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৫:২৯ পি.এম
বেড়ায় অভিযানে প্রতিদিনই আটক হচ্ছে জেলে, পোড়ানো হচ্ছে জাল

পাবনার বেড়া উপজেলায় প্রজনন মওসুমে মা ইলিশ সংরক্ষণ ভ্রাম্যমান আদালত অভিযান চলিয়ে ৮ জেলেকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার বিকেল ৪টায় নগরবাড়ি ঘাট থেকে বেড়া পোর্ট পর্যন্ত যমুনা ও হুড়াসাগর নদী ২০ কিলোমিটার এলাকাব্যাপী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম, পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদ উজ জামান, নগরবাড়ি নৌ-ফাঁড়ীর অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৮ জেলেসহ বিপুল পরমান জাল আটক করা হয়। পরে বিধি অনুয়ায়ী ভ্রাম্যমান আদালত তাদের ৩৭ হাজার টাকা জরিমানা করে। তাৎক্ষণিক টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, মা ইলিশের প্রধান প্রজনন মওসুমে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বলেন, নিয়মিতভাবে যমুনা নদীতে মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে। তবে কিছু অসাধু জেলে এখনো গোপনে মাছ শিকার করে থাকে। আমরা তাদের আটক করছি আর বিভিন্ন মেয়াদে জেল দিচ্ছ, পাশাপাশি জরিমানাও করছি। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.