প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৫:৩৯ পি.এম
বাবার পথ ধরে এমপি নির্বাচন করতে চান রানা সরকার

নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. আমজাদ হোসেন সরকারের (ভজে) অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ও এলাকার উন্নয়নের স্বার্থে এমপি নির্বাচন করতে চান রানা সরকার। এজন্য সকলের সহযোগিতা কামনা করছেন তিনি । ১৩ অক্টোবর রবিবার বেলা সারে ১১ টায় শহরের পাটোয়ারী পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কথাগুলো বলেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আমজাদ হোসেন সরকার এর একমাত্র সন্তান রিয়াদ আরফান সরকার রানা।তিনি বলেন, আমাদের নির্বাচনী এলাকা সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে সমান গুরুত্ব দিতে চাই। ফ্যাসিস্ট সরকারের আমলে এ এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল । তিনি বলেন, জনগণ আমার বাবা ও আমাকে ভালো বেসে যদি ভোট দেন এবং আমি নির্বাচিত হই, তাহলে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করতে শতভাগ চেষ্টা করবো। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সত্যিকার অর্থে ব্যাপক আধুনিকায়ন করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবো। সামাজিক প্রতিটি বিষয়ে এ অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করতে চাই।
তিনি উল্লেখ করে বলেন, কিশোরগঞ্জ উপজেলা তুলনামূলকভাবে কম উন্নীত। সেখানে শিল্প, কল-কারখানার পাশাপাশি কৃষিজাত পণ্য বাজারজাত করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সৈয়দপুর ও কিশোরগঞ্জ হাসপাতাল দুটি আধুনিক স্বাস্থ্যসেবা ও যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হবে। যাতে এলাকার মানুষ ভালো ভাবে চিকিৎসা সেবা পায়। প্রয়াত বাবার অসম্পূর্ণ কাজ সম্পুর্ন করতে ও জনসাধারণের কল্যানে বাবার মতই কাজ করতে এমপি প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।
তিনি নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি ৫ম শ্রেণি পর্যন্ত সৈয়দপুরে লেখাপড়া শেষ করে ভারতের দার্জিলিংয়ে উচ্চ মাধ্যমিক ও আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করি এবং ওই বিশ্ববিদ্যালয়ে তিন বছর শিক্ষকতাও করেছেন তিনি। বাবার মৃত্যুর পর দেশে চলে আসেন তিনি। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছেন, পরে ২০২৪ সালে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ কারণে বিএনপি কেন্দ্রীয় কমিটি তাঁকে দল থেকে বহিস্কার করেছেন বলে জানান। তিনি বলেন আমার বাবা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নীলফামারী-৪ আসনে এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের ব্যাপক সেবা করেছেন। যার ফলে ২০২১ সালে বাবা আমজাদ হোসেন সরকার মৃত্যু বরন করলে, তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন প্রায় ৩ লক্ষাধিক মানুষ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াদ আরফান সরকার রানা বলেন, বিএনপি থেকে মনোনয়ন চাইবো। আশাকরি বাবার অসামান্য অবদানের কারণে তা দল বিবেচনা করবে। তা নাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ইচ্ছে রয়েছে।
মতবিনিময় শেষে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.