
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি আবারও শিরোনামে। মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে তাদের দেখা গিয়েছিল। তখনই শুরু হয়েছিল তুমুল আলোচনা। এবার সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে নতুন কিছু ছবি। যেখানে প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় দেখা গেছে তাদের।
ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন তারা। কেটি পেরির পরনে ছিল কালো রঙের সাঁতারের পোশাক। চুল বাঁধা ছিল মাথার ওপর। অন্যদিকে ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পরনে শুধু জিন্সের ট্রাউজার। ছবিতে দেখা যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাচ্ছেন। এমনকি চুম্বনেও লিপ্ত হয়েছেন।
Reporter Name 





















